আমি আমার মতো
আমি আমার মতো
আমার পৃথিবীতে
জীবন্ত সমাজ
জীবন্ত হৃদয়
আমার কাছে শ্মশান
একাকী পাহাড় প্রমাণ লড়াই
হারিয়ে ফেলেছি আমারা সবাই
হৃদয় পুড়ে ছাতার তলায়
আমার ঠাঁই নাই
পৃথিবী বিষণ্ণ যবে
আমার লড়াই আমার স্বাধীনতার ওপর
কে যেন সঞ্চার।
পৃথিবীটা পাগল কেন ?
আমার দরকার।
কলকাতা, ০৭/১১/২০১১