পাখি
অংশাংকিত পৃথিবীর বুকে
বাঁধন ছাড়া জীব
কত বাঁধা আজ আমার সাথে
গেলো কথা চলে ঠিক
আমার বাঁধন জামানত নাই
বাঁচবো আমি পাখি
পাখির ওপর চাহিয়া
আমায় দিও ফাঁকি
আদর করে পাখির মুখে
দিতেছে প্রাণ পুরে
বিষপান বৃথা যাচ্ছে তাহাতে
আমার এমন করে।
পাখির মাথায় নেই কোনো বুদ্ধি
জগৎ চেনেনি চেনাতে
চাইনি আমার চৌহদ্দি
আমার পাহাড়, আমার তুফান
ঐ ঘর ভরা স্নেহে
আজ হারাবে গোলা ভরা ধান
আসেনিকো বর্ষা নিয়ে কেহ।