তবু আমি আছি
একটা শহর একটা ঘর
আমার নয় তবুও আমি আছি
কেন আমার প্রাণ নেই
তবু আমি আছি
আমার ঘুম নেই
তবু আমি আছি
আমার ব্যাট বল নেই
তবু আমায় আছি
আমার সাইকেল নেই
তবু আমি আছি
আমার কাটা দাগ নেই
তবু আমি আছি
আমার খেলার মাঠ নেই
তবু আমি আমি আছি
আমার গান নেই
তবু আমি আছি
আমার কবিতা লেখা খাতা নেই
তবু আমাকে আছি
সেখানে সত্যিকারের আমি নেই
আছে সুকান্ত সেন।
কলকাতা, ২০/১১/২০১১, দুপুর ০৩:৩৫