তোমার আমি
আমার গান তোমার সুর
আমার হৃদয় তোমার প্রাণ
আমার গিটার তোমার তার
আমার দেহ তোমার মন
আমার ঘর তোমার বিছানা
আমার বাড়ি তোমার রান্নাঘর
আমার শহর তোমার বাড়ি
আমার শহরে তোমার জন্মদিন।
আমার সবুজ মাঠ তোমার গাছ
আমার মুখ তোমার হাত
আমার ফুসফুস তোমার শ্বাস
আমার শহরে তোমার জন্মদিন।
তবু আমার আছে ‘O’
তোমার কেন নয় ?
তবু আমার ছোট চুল
তোমার কেন নয় ?
তবু কিছু স্বাধীনতা আমার
তোমার কেন নয় ?
তোমার নাম আমার কেন নয় ?
তবুও আমার শহরে তোমার জন্মদিন।
কলকাতা, ২০/১১/২০১১, দুপুর ০৩:৩০