আমার স্বভাব ধর্ম
তোমার জীবন কর্ম
আমার বিষাক্ত হাসি
তুমি কি আমার দাসী
নাকি তুমি আমার রাজকুমারী
নাকি তুমি যাবে আমার বাড়ি
হঠাৎ হঠাৎ কলরব
সবার একটা কেমন যেন ভাব
পৃথিবী বদলে যাক
আমরা ঠিক রাখবো আমাদের নাক।
কলকাতা, ১৯/১১/২০১১, রাত্রি ০৮:২২