জিজ্ঞাসা করো নিজেকে
সমাজ কি ওর বাবার ?
মানুষ কি জানে ওকে ?
সবাই জেনেও কেন ভুল করছে ?
দুটি থেকে মুক্তি দেবে কেন মৃত্যুই ?
মুক্তির সংজ্ঞাকে কে পাল্টাতে পারো ?
গরিব করে করা ? গরিব করা হয় ?
গ্রাম থেকে আজ কেন সবাই শহরে পালায় ?
পৃথক ভাবে কেন টেনে তোলেন কেউ ?
জেনেও কেন তুমি কাঁদছো শুধুই ?
বে-আইনই কেন আইন ?
তবে আদালত কেন বসে ?
মাঠের চাষিরা কেন শুধু ধান কাটে আর পোঁতে ?
অনেক প্রশ্ন জাগে তবু কেন জ্ঞানপাপী ?
জিজ্ঞাসা করো নিজেকে, তুমি নিজে কি ?
কলকাতা, ২০/১১/২০১১, রাত্রি ১২:৪৪