রক
Rock মানে কি পাথর ?
না সব বাদল করার টান।
রক কি তুমি শিল্প,
না শৈল্পিক মনোভাব?
Rock-এর মাঝে খুঁজি তাই
সবুজ রঙের ঘাস।
Rock তুমি কি কালো,
না তোমার গুণই সব?
Rock থেকে কি মধু
আনা কি অটোই সহজ ?
আমার খোঁজ শব্দ
আমার অভিধানে।
কলকাতা, ২০/১১/২০১১, রাত্রি ১২:৩৭