আমি সুকান্ত সেন
সাহস আমার প্রধান অস্ত্র
আমার ভীষণ উন্মাদ গিটার
আমার পেনের খোঁচা
আমার প্রলাপের উদ্ভব
আমার মস্তিষ্ক বিকিরিত
বীভৎস যত সব তেজস্ক্রিয় অভিশাপ
মাথার ভেতর সুর টানা
দাঁতের ফাঁকে গোঁজা চামড়া
ব্যাথা মানুষের নাকি মানুষ ?
থাক আমার হৃদয় থাক আমার জন্মদিন
থাক এক স্বভাব থাক সে মিঠা রোদ
গায়ে পড়া ভাব টানা টানা
নদীর ওপর সেতু, সেতুর ওপর ট্রেন
জ্বিভের নিচে খৈনি
ঠোঁটের ফাঁকে সিগারেটে
হাতে ধরা সুরা পাত্র
আমি সুকান্ত সেন।
কলকাতা, ১৯/১১/২০১১, রাত্রি ০৮.৩৩