আমার সম্পর্ক আকাশের সাথে
আমার সম্পর্ক আকাশের সাথে,
নাকি ধানি জমির সাথে?
আমার হিসেবে কার সাথে,
পেট্রলওয়ালা গাড়িটার সাথে
নাকি আমার ধুলো মোছা দ্বিচক্রযানের সাথে?
আমার সম্পর্ক সেই শহরের সাথে,
যাকে তুমি দেখলে অঞ্জন,
চোখ বন্ধ করে বলতে
কলকাতা ছিঃ কলকাতা।
কলকাতা, ১৮/১১/২০১১, রাত্রি ০১:২১