পাগল ও সহমর্মির দল
সহমর্মিতার জন্য সহমর্মির ভীড়
মুখগুলো কারও পছন্দের কারও নয়
কিন্তু দুঃখ ছেড়ে রাগ ছাপিয়ে উঠছে না
কানের কাছে কে যেন গল্পের মতো কথা বলে–
“গল্প শোনায় সেই স্বপ্নের সোনালী রুপালি দিনের
হাতে মাখা ভাত আঙুলের গন্ধ মেশানো
মুখে তুলে দিতেই, নেশাশক্তির প্রবল আকর্ষ
হালকা হালকা করে দুদিনের সংসার গোছানো
এই সংসার যে তাসের ঘর ছিল বুঝলাম
তখন, যখন দমকা হওয়ায় নিশ্চিহ্ন হয়ে গেল তা
ক্ষতবিক্ষত ভাবে তাসগুলোও পড়ে থাকতে দেখলাম না
তাহলে না হয় জোড়া লাগাতাম একটু একটু করে
আবার গড়তাম তাসের ঘর ভাঙবে জেনেও
কিন্তু মনের ভেতর লাল, নীল, গোলাপী ঘরটা আজও পূর্ণ
গোলাপী সাদার আভায় জড়ানো তার রূপমহীমা।”
সাহমর্মীর সংখ্যা কমতে লাগল
কেউ কেউ জ্ঞান ভান্ডার উজাড় করে গেল
কেউ বা চেষ্টা করল কাটিয়ে যেতে
মাঝে মাঝে দেখা হলে যাতে পাগল বলে না পালায়
তাই আমিও তাসের ঘরের গল্প, গোলাপী পরীর গল্প আর বলিনা কাউকে
মনের এককোণে বন্দি হয়ে রয়েছে খাঁচায়
মাঝে মাঝে ডানা ঝাপটে জানান দেয় বোধহয়
অথবা বোধহয় খাঁচা থেকে মুক্তি চাই।
ইতি,
সুকান্ত সেন
১৭/০৫/২০১৪
রাত্রি ১২:৪৭ মিনিট